কবিতা ৪.১

Resolution

অরুন্ধতী চৌধুরী

অতঃপর নিজেকে শামুক এর খোলসের ভেতরে গুটিয়ে নিয়েছি। এই ভয়াভয় সামুদ্রিক নোনা জল কে আমি ভেতরে প্রবেশ করতে দিই নি।কতজন এলো আর গেল জীবন থেকে তার ও হিসেব করতে বসি নি। শুধু দেখেছি যাকে বা যাদের উজাড় করে আপন করে নিয়েছিলাম তারাই আমার কাছ থেকে মস্ত আমি টা কে চুরি করতে বসেছিল। ওই যে বলে না , ভালোবাসায় সবাই সবাই কে পাল্টাতে চাই কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না কাজেই আমিও সবার চোখ এড়িয়ে খোলোকের ভেতরে আশ্রয় নিয়েছি।এই বেশ ভালো আছি। সকল এর সামনে একটা খোলস সমেত ঘোরাফেরা করি। শুধু খোলস তা তখনই খুলি যখন আমার সামনে কেউ থাকে না। ভেতরেই জমে থাকা মুক্ত খুব দামি। কখনো কখনো বন্দি জীবন ও সুখ আনতে পারে। আর যে জন নিজের কাছে নিজে বন্দি । সে জন হলো পৃথিবী এর সবচেয়ে খুশি মানুষ। কারণ সে অন্যের সুখ এর দিকে চেয়ে নিজেকে অন্তত পালটে ফেলতে চায় না।

resolution বলতে শুধু এটুকুই বুঝি,যেন এইভাবে খোলস টাকে মজবুত ভাবে ধরে রাখতে পারি।
নিজের মন টা কে নিজে  ধরে রাখতে পারি শেকল দিয়ে, যেন আমি নিজেই নিজের মালিক।নিজেই নিজের দাস।
এইভাবে..........
.যেমনকরে  একটু একটু করে একটি শিশুমন পরিণত হয়।।


Comments

Post a Comment

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮