কবিতা ৪.১
মধ্যবিত্ত পরিবার
মানব সরকার
কঠিন বাস্তবতার আঘাতে-
স্বপ্নগুলো মরিচিকা আজ
দুর্বিসহ জীবন হতে বাঁচার প্রাণপণ চেষ্টা
তারা মধ্যবিত্ত পরিবার।
অশুভ শক্তি-গুলো সুযোগ নিয়ে দিয়েছে ভালো থাকার শর্ত, যাদের অসময়ে ঘুম হয়েছে উধাও তারা মধ্যবিত্ত পরিবার।
ফুলগুলি অপমানের ভয়ে মুক্ত আকাশ হতে
আজ গুটিয়ে রেখেছে বৃতি-র মধ্যে,
বেকার তকমা নিয়ে প্রতিনিয়ত যাদের লড়াই
তারা মধ্যবিত্ত পরিবার।
আজ শুধুই মূল্যহীন আত্মসম্মান বোধ-
প্রসংশাপত্র গুলো হয়েছে অকেজো,
নতুন সূর্যের মিথ্যে স্বপ্ন দেখে যারা
তারা মধ্যবিত্ত পরিবার।
মানব সরকার
কঠিন বাস্তবতার আঘাতে-
স্বপ্নগুলো মরিচিকা আজ
দুর্বিসহ জীবন হতে বাঁচার প্রাণপণ চেষ্টা
তারা মধ্যবিত্ত পরিবার।
অশুভ শক্তি-গুলো সুযোগ নিয়ে দিয়েছে ভালো থাকার শর্ত, যাদের অসময়ে ঘুম হয়েছে উধাও তারা মধ্যবিত্ত পরিবার।
ফুলগুলি অপমানের ভয়ে মুক্ত আকাশ হতে
আজ গুটিয়ে রেখেছে বৃতি-র মধ্যে,
বেকার তকমা নিয়ে প্রতিনিয়ত যাদের লড়াই
তারা মধ্যবিত্ত পরিবার।
আজ শুধুই মূল্যহীন আত্মসম্মান বোধ-
প্রসংশাপত্র গুলো হয়েছে অকেজো,
নতুন সূর্যের মিথ্যে স্বপ্ন দেখে যারা
তারা মধ্যবিত্ত পরিবার।
Comments
Post a Comment