কবিতা ৪.১

ভালোবাসা
 মধুমিতা দাশগুপ্ত

সমাধির ওপর পরে আছে সাদা ফুল।
যেন শত মাইল দূর থেকে 
ভালোবাসা ছুঁয়ে দেখার মতো-
দুঃখ এত প্রিয় ছিল আগে বুঝিনি।
বাতাস কাঁপে গালে, হৃদয়ে -
লোভ  আর হিংসার মাঝে ,
প্রেম আর প্রেমহীনতার মাঝে,
আমার পূজা চোখ ফেরায়-
প্রেমিকের দিকে।


Comments

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮