কবিতা ৪.১
এ দহন কাল জুড়ে
দেবযানী ভট্টাচার্য
#################
বুকের ভিতর আজকাল ক্ষরণ হয় অবিরত,ক্ষীয়মান হৃদয় নিয়ে দাঁড়াই একলা এক নদীটির পাশে, সমস্ত মুখরতা ব্লটিং পেপারের মতো শুষে নিয়ে কেমন কলকল শব্দে উদাসীন ভাবে বয়ে চলে। অন্ধকারে মিশে যেতে যেতে লুকিয়ে ফেলি নিজেকে।চেতনায় জমে থাকা স্মৃতিদের পুড়িয়ে ফেলতে চাই।সম্পর্করা আজ দাবিহীন,ভালোবাসার অত্যাচার গুলো সমাপ্ত হয়েছে বহুকাল!অভিমান সরিয়ে কেউ বলে ওঠেনি,"এসো, সহজ হও"।
ভালোবাসি ,তাই অভিমান হয় প্রিয়।কিছুই তো বললে না, চলে গেলে?এভাবে কেউ যায়?
কে পেরেক পুঁতে দিল ওই সবুজ হৃদয়ে?কফিন বন্দি করে রেখেছো কতকাল ওই হৃদয়, কতদিন আমরা ভালোবাসার কথা বলিনা! বিমুগ্ধ আমি ঠায় দাঁড়িয়ে থাকি,তোমার থেকে এভাবে বিয়োজন করো না প্রিয়।তোমার দুঃখ গুলো ছুঁয়ে থাকার নিরবিচ্ছিন্ন অধিকার টুকু দাও
Comments
Post a Comment