কবিতা ৪.১

সেকেন্ডারি চাঁদ

সত্যব্রত ধর



গড়পড়তা অধ‍্যায় শেষ হতেই,

সারি সারি দুর্ভাগ্য হাজির...

অথচ কালান্তরের পথে মৃত ভবিষ্যৎ,

পূর্বাভাস দেয়নি তখনও!



হঠাৎ বিরতির বাক্সে জমা পড়ে,

ষোড়শীর প্রেমার্ত আবেদন।

বালিশে আঁকা যৌন আলপনা,

অতল ক্ষুধার শিকার হল এবার...



আবেগী নিম্নাঙ্গে গোঁজা বিরক্তির পর্দা ভেদ করে,

চুঁইয়ে পরে অবৈধ জন্মের সার!

পরিবর্তীত নিয়তির স্নিগ্ধ ঘুমে,

তখন সেকেন্ডারি চাঁদ উঠল আকাশে।

Comments

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮