কবিতা ৪.১


বালকবেলার সবুজপাতায়
সঞ্জয় চক্রবর্তী

নদীর গহীন নাভিপটে ত্রিশূলের নিত্য তাণ্ডব ।
বিনোদনের সাতকাহনে বালকের খেলাঘর ।
হিসেবের সূর্যাস্তে রঙ মেখে মনোলোভা পাঠশালা,
এই আয়তনে শিউলির তল, খড়িমাটির আঁকতে উজ্জ্বল ।

মধ্যাহ্নের মৌ-বনে আজ ময়ূরবিহার, রাত জেগে ফেরা ডাক-হরকরা ।
বসন্তবাহার রাগে, বালিকার অনুরাগ নূপুর খুলেছে একজোড়া ।
তার ভেজা দু-পায়ের শিল্পসুষমা মাটির রসে মেঘলা অভিমানী ছাপ ফেলে যায় ।

চন্দ্রবোড়ার তৃষা, সান্ধ্য-মাধুরী ছিনিয়ে নিলে অস্থায়ী প্রজাপতি রং এনে দেয় মোহলতার ।

কেউটে গোখরোর মতো কুন্ডলিত কাহিনির সৌবর্ণ একাকার সরোবরের পদ্মপাতায় ।
সংস্কৃতি বাহুল্যবোধের শিক্ষাকে ঢেকে রাখে, নীলকণ্ঠ পাখির প্রহেলিকায় ।
অমায়িক শিশুর ঠোঁটে আধো-আধো কথা প্রাপ্তির খেয়াকে ভাসিয়ে দেয় ।
দীর্ঘদিনের খুনসুটি অযাচিত জলে থৈ থৈ, খেয়ালখুশির নাব্যতায় ।

Comments

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮