গল্প ৪.১
চুক্তি
কোয়েল
কোয়েল
রত্না দেবী - কিরে এই অবেলায় শুয়ে আছিস কেন?
মিমি - (মুখ টা অন্য দিকে ঘুরিয়ে) কিছু হয় নি।
রত্না দেবী - বল না, তোকে দুদিন থেকেই মন মরা লাগছে। কিছু হয়েছে?নিখিল এর সাথে নিশ্চয় আবার ঝগড়া করেছিস??
মিমি - (একটু রেগে গিয়ে) বললাম যে কিছু না, সবসময় নিখিল নিখিল করনা।তুমি এখন যাও।।
রত্না দেবী - তোদের ব্যাপার স্যাপার বুঝিনা, ৬ বছর ধরে সাথে আছিস, শুধু ঝগড়া ই করে আসতে দেখলাম।। 
মিমি এবার খুব রেগে গিয়ে মা কে চলে যেতে বলে নিজের ঘরের দরজা টা বন্ধ করলো। আয়নার সামনে দাঁড়িয়ে চোখ ভর্তি জলে শরীরের ক্ষত বিক্ষত দাগ গুলো দেখে শুধু একটা কথাই মিমির মনে হচ্ছিল - "ভালোবাসা বোধহয় এভাবেই বারবার হেরে যায় শরীরের চাহিদার সামনে!"
Comments
Post a Comment