কবিতা ৪.১

আমি
------------------------------
সরকারে নেই,  দরবারে আছি
আচারে নেই, বিচারে আছি
মনে নয়, মননে আছি
প্রেমে নয়, ভালবাসায় আছি।

 শক্তিতে নয়, ভক্তিতে আছি
অমৃতে নয়, নৈবেদ্যে আছি
চরণামৃতে নয়, চরনে আছি
সুখে নয়, দুঃখে আছি।

মুর্তিতে নয়, মুর্তিমানে আছি
ভুতে নয়, সর্বভুতে আছি
জ্ঞানে নয়, বিশ্বাসে আছি
মন্দিরে নয়, হৃদয়ে আছি।

আরাধনায় নয়, সাধনায় আছি
কর্মে নয়, কর্মফলে আছি
সকামে নয়, নিস্কামে আছি
শয়নে নয়, স্বপনে আছি।

ভবে নয়, অনুভবে আছি
ভাবে নয়, ভাবনায় আছি
অভাবে নয়, তাড়নায় আছি
শুরুতে  আছি আর শেষেও আছি
আমি আমাতে নেই,  আত্মায় আছি।


পার্থ চক্রবর্তী

Comments

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮