কবিতা ৪.১
হারিয়ে গেছে নম্বর
ফোন নম্বরটা ছিল
শুরুর দিন থেকেই, আজ কনট্যাক্ট লিস্ট খুলে
খুঁজে পেলাম না, সেল ফোনটা চেঞ্জ হয়েছে বলে
তোমার নামটা বদলে রেখেছিলাম, ভ্যাবলা নামে সেভ ছিল
যেটা তোমার সাথে কোনমতেই যায় না। তোমাকে ওভাবেই দেখতে চাইতাম
মেনে নিয়েছিলে তুমি , লজ্জায় অদৃশ্য আড়াল ঢাকতাম
এখন এলোমেলো সংখ্যা মনে করে করে ফোন করি, তোমাকে শুনতে পাই না
আবার অন্য সংখ্যা ডায়াল করি , সংখ্যাতত্ত্ব আমাকে দয়া করে না
এভাবেই চলে নয় আট পাঁচ চার সংখ্যা গোনা
আজকাল অপরিচিত দশটি নম্বরেই চলে তোমার কল্পিত আনাগোনা।
:::::::::::::::::::::::::::::: :::::::::::::::::::::::::::
মৌসুমী মুখোপাধ্যায়
Comments
Post a Comment