কবিতা ৪.১
বিশ্বাসের ফাঁটল
......সত্যার্থী চৌধুরী
নিখুঁত গাণিতিকও
অংকে ভুল !!!!!!!!
সত্যের মাপকাঠি তো
যুক্তির নিরিখে....
রাজার কাজী তর্জনী তোলে
মাই লর্ড , বিশ্বাসে মিলায় বস্তু ।
তাই গণতন্ত্রের মজবুত প্রাসাদে
বিঁধে বিশ্বাসের সুতীব্র বুলেট ,
কংক্রিটের দেওয়াল জুড়ে
অজস্র ফাঁটল ।
ফাঁটল বেয়ে নোনা জলের
ফোঁটা টপ টপ ।
নোনা জল ইমারতের
দুশমন ।
জানে সবাই, চেনে সবাই
দুশমনকে।
তবু কেউ আসেনা সারাতে
তাই ফাঁটল বাড়ে দিনরাত।
Comments
Post a Comment