কবিতা ৪.১
চুমু
আমাকে চুমু দিও
তোমার ইচ্ছের রঙে রঙ মিলিয়ে
প্রতীতির দুয়ার খুলে
সোহাগের শিহরণ তুলে
আমার কাছে এসো।
আমাকে চুমু দিও
বেঁচে থাকার গ্রহে সংসারের সংরাগ ছড়িয়ে
চুমুর শব্দ শহিদ হোক আমার ঠোঁটের ভূমিতে
শক্ত করে ধরে রেখো তোমার বুকের বালিশে
চুমুর নিশ্চুপ শব্দ সত্য হোক।
আমাকে চুমু দিও
যতক্ষণ না আমার সর্বাঙ্গ
অঙ্গীকারের নিঃশ্বাসের সমীরে
গলে গলে তলিয়ে যায় তোমার শরীরে
উলসে আমার সর্বস্ব তোমার চুমুর গভীরে।
***
চুম্বন
ভালোবাসা
অস্থির জীবনের পালঙ্কে মৃত্যুর ভয়
বেঁচে থাকার তীব্র বাসনা দুটি হৃদয়
চুম্বন নিশ্বাসের গভীরে খুঁজে বেড়ায় নির্বাসন
খোলা আকাশ পৃথিবীর কোঠায় জীবন যাপন ।
***
তোমার চুম্বন
তোমার চুম্বন মেঘের মতন
আমার দু’গালে থাক ভরে।
ভালোবাসি আকাশ যখন
দু’চোখ থাক লজ্জা ধরে ।
***
দমন
রাত্রিভোর অন্ধকার গলিয়ে গায়ে গায়ে গা ভরিয়ে
ত্বকের তৃপ্তি উপচে এক দু’জনের অনুভব ধরিয়ে
ঘামের ভেতর ভেতর
কতোটা উত্তাপ তোমার শরীর আমাকে দিয়েছে
কতোটা উত্তাপ আমার শরীর তোমাকে দিয়েছে
ভিজিয়ে জিভের ডগা আলিঙ্গনের আবেগ কতোটা ধরেছি কতোটা ছেড়েছি ।
আঙুলের স্পর্শের নির্জন তীরে
উত্ত্যক্ত শিশ্ন, উত্ত্যক্ত স্তন, উত্ত্যক্ত ঠোঁট, উত্ত্যক্ত উরুর ভু-মেরুর শীর্ষবিন্দু
শর্তহীন অঙ্গবিন্যাসে দমন চিরে
শরীরে শরীর জিরিয়ে খুঁজে নিচ্ছি হিমেল অনল বনঅরণ্য নদী ঝিল মহাসিন্ধু ।
***
চুমু চুমু
জানি । তুমি আছো অনেক দূরের দূরে
ঠোঁট চুমে উড়িয়ে দিই চুমু, ঠোঁটের ফুঁয়ে।
অপেক্ষায় নিমগ্ন আছি সূর্য ডুবলে ঘুরে
তুমি আমি একই হবো চুমু -চুমু স্বর্গ ছুঁয়ে ।
***
চুম্বন
একটা চুম্বন অনন্ত জীবন
একটা চুম্বন অনন্ত মরণ
একটা চুম্বন নিকানো মাটির অন্তঃস্থল
একটা চুম্বন প্রতিশ্রুতির চিতার বক্ষস্থল
মূর্ছিত শরীরে বেঁচে থাকার স্তব
শিরহণ জাগানো রমণ উৎসব
রোজ নিঃশব্দে ভরে আসা ভোর
ঘাসের ডগায় ডগায় জাগিয়ে বিভোর ।
বিকাস দাস
Comments
Post a Comment