কভার কাহিনি ১
ওরে ভাই গ্রহণ লেগেছে আজ মনে মনে ।
আজ্ঞে হ্যাঁ । কোভিড জর্জরিত বিশ্বে আজ আবার সূর্য গ্রহণ । পৌরাণিক রাহু আজ আবার গিলে নেবে সূর্যকে । অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবী । জেগে উঠবে পৈশাচিক শক্তি , এই কয়েক ঘন্টা ধরে । তারপর , সূর্য যখন রাহুর কাটা গলা দিয়ে বেড়িয়ে আসবে , তখন আবার সব স্বাভাবিক হবে ।
পৌরানিক এই কথা তো নতুন কিছু নয় । এর পাশাপাশি নতুন নয় সূর্য গ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিজ্ঞান বনাম সংস্কৃতির লড়াই ।
বিজ্ঞানের ভাষায় সূর্য চাঁদ ও পৃথিবী যখন এক সরল রেখায় এসে উপস্থিত হয় তখন চাঁদের ছাওয়া পৃথিবীর ওপর এসে পড়লে হয় সূর্য গ্রহণ । এই তো সহজ সত্য । তার জন্য রাহু নামক চরিত্রটিকে নাটকে মঞ্চস্থ করার কি খুব দরকার ছিল ! অবশ্য ধর্মে যত চরিত্র আসবে ততই ব্যবসা জমবে ।
কিন্তু যে সব মানুষ ধর্মের এই বুঝরুগি বছরের পর বছর মেনে আসছেন , তাদের মনে হয় না ; সূর্য নামক আগুনের গোলাটা গিলে নেওয়ার পর রাহু সুরক্ষিত থাকলো কি করে ? থাকা সম্ভব কি ? আবার মাঠের শস্যরা গ্রহণের দ্বারা প্রবাভিত কি হয় না ? তারাও জীব , আমরাও জীব । তারা না হলে , আমরা কেন হবো ?
ধর্মের নামে , জাতের নামে গড়ে ওঠা এই সব বুঝরুগিদের জীবনে স্থান দেওয়ার ফলেই , জাতির সূর্যে আজ পূর্ণগ্রাস গ্রহণ । কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কথাগুলো মনে পড়ে যায় ---
" জাতের নামে বজ্জাতি সব , জাত জালিয়াত খেলছো জুয়া " ।
আজ্ঞে হ্যাঁ । কোভিড জর্জরিত বিশ্বে আজ আবার সূর্য গ্রহণ । পৌরাণিক রাহু আজ আবার গিলে নেবে সূর্যকে । অন্ধকারে ছেয়ে যাবে পৃথিবী । জেগে উঠবে পৈশাচিক শক্তি , এই কয়েক ঘন্টা ধরে । তারপর , সূর্য যখন রাহুর কাটা গলা দিয়ে বেড়িয়ে আসবে , তখন আবার সব স্বাভাবিক হবে ।
পৌরানিক এই কথা তো নতুন কিছু নয় । এর পাশাপাশি নতুন নয় সূর্য গ্রহণকে কেন্দ্র করে তৈরি হওয়া বিজ্ঞান বনাম সংস্কৃতির লড়াই ।
বিজ্ঞানের ভাষায় সূর্য চাঁদ ও পৃথিবী যখন এক সরল রেখায় এসে উপস্থিত হয় তখন চাঁদের ছাওয়া পৃথিবীর ওপর এসে পড়লে হয় সূর্য গ্রহণ । এই তো সহজ সত্য । তার জন্য রাহু নামক চরিত্রটিকে নাটকে মঞ্চস্থ করার কি খুব দরকার ছিল ! অবশ্য ধর্মে যত চরিত্র আসবে ততই ব্যবসা জমবে ।
কিন্তু যে সব মানুষ ধর্মের এই বুঝরুগি বছরের পর বছর মেনে আসছেন , তাদের মনে হয় না ; সূর্য নামক আগুনের গোলাটা গিলে নেওয়ার পর রাহু সুরক্ষিত থাকলো কি করে ? থাকা সম্ভব কি ? আবার মাঠের শস্যরা গ্রহণের দ্বারা প্রবাভিত কি হয় না ? তারাও জীব , আমরাও জীব । তারা না হলে , আমরা কেন হবো ?
ধর্মের নামে , জাতের নামে গড়ে ওঠা এই সব বুঝরুগিদের জীবনে স্থান দেওয়ার ফলেই , জাতির সূর্যে আজ পূর্ণগ্রাস গ্রহণ । কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কথাগুলো মনে পড়ে যায় ---
" জাতের নামে বজ্জাতি সব , জাত জালিয়াত খেলছো জুয়া " ।
Comments
Post a Comment