রথিন পার্থ মন্ডল

১. আকাশের তারা

আকাশের তারা ধরে শিশুটি বলল,
"মা, খিদে পেয়েছে, খেতে দাও"
নদীর ভেতর থেকে মা বলল,"চুপ"

আকাশের তারা ধরে শিশুটি আবার বলল,
"মা, খিদে পেয়েছে, খেতে দাও"
নদীর ভেতর থেকে বাবা বলল, "চুপ করো"

শিশুটি ধীরে ধীরে রাত হয়ে গেল।

২. নদীর কাছে

এভাবেই যেতে হয়
নদীর কাছে
কিছু কথা বলতে

বালুচরে অল্প জলে
পা ডুবিয়ে শান্ত বসে

আপন মনে
ভাবতে হয় খেয়ালিপনা
তুলে রাখা দুপুরবেলা
আর
না মেলা হিসেব

এভাবেই...

৩. অন্তর্তদন্ত

কটু গন্ধ বেরোচ্ছে
খোঁজাখুঁজি চলছে ঠিক কোথায়
কি জ্বলছে
মা খুঁজে বের করলেন
পলিটিক্সের সিঁড়ি বেয়ে ক্রমশ উঠতে থাকা ছেলের
বিবেক পুড়ছে
      মৃদু অথচ ক্রমাগতভাবে।



Comments

Popular posts from this blog

অপরাজিত -৯

অপরাজিত ১০

অপরাজিত ৮